অতিরিক্ত মদ্যপানে নীল সিনেমার নায়িকার মৃত্যু

অতিরিক্ত মদ্যপানে নীল সিনেমার নায়িকার মৃত্যু

নীল সিনেমার আলোচিত নায়িকা কাইলি পেজ মারা গেছেন। জানা গেছে, অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ২৮ বছর। গত ২৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবন থেকে মৃত অবস্থায় কাইলিকে উদ্ধার করা হয়।

কাইলির মৃত্যুর কারণ এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তদন্তকারীরা মনে করেন, অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হয়েছে।

ঘটনাস্থলে ফেন্টানিল এবং অন্য মাদকদ্রব্য পাওয়া গেছে। কাইলির সঙ্গে কোনো ধরনের অপরাধমূলক ঘটনা ঘটেনি বলে জানান তদন্তকারীরা। এ অভিনেত্রীর আসল নাম কাইলি পাইলান্ট। নেটফ্লিক্সের একটি ‘রিয়েলিটি শো’র প্রতিযোগীও ছিলেন কাইলি।

এদিকে কাইলির মৃত্যুতে শোক প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা ব্রাজার্সসহ একাধিক নীল সিনেমার নির্মাতা প্রতিষ্ঠান। ব্রাজার্স এক বিবৃতিতে জানিয়েছে, ‘কাইলি তার হাসি, দয়ার জন্য আমাদের মনে থেকে যাবেন। এই কঠিন সময়ে আমরা কাইলির পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

আলোচিত নীল সিনেমার নায়িকা কাইলির জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ওকলাহোমার তুলসায়। ২০১৬ সালে তিনি নীল সিনেমার জগতে আসেন। এরপর ভিক্সেন মিডিয়া গ্রুপ এবং ব্রাজার্সের জন্য ২ শতাধিক প্রাপ্তবয়স্ক সিনেমায় তাকে দেখা গেছে।

Sabbir Hossain

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *